যুদ্ধে রাশিয়ার এক হাজারের বেশি সেনা নিহত, দাবি ইউক্রেনের
কিয়েভ, ২৫ ফেব্রুয়ারি – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলার প্রথম দুই দিনে এক হাজারের বেশি রুশ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। যদিও এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, প্রথম দিনে ইউক্রেনে হামলা করে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে রুশ বাহিনী। বিশেষ সামরিক অভিযানে রাশিয়ার অন্তত ৪৫০ সেনা নিহত হয়েছে।
এদিকে, পুতিনের সরকারি বাসভবনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে বসতে প্রস্তুত রয়েছেন তারা।
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা জানান, রাশিয়ার সঙ্গে কিয়েভ আলোচনার জন্য প্রস্তুত।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেনে আক্রমণ চালায় রুশ বাহিনী। প্রথম দিনের লড়াইয়ে দুই পক্ষের সামরিক-বেসামরিক মিলিয়ে ১৩৭ জন নিহত হন।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৫ ফেব্রুয়ারি