ঢালিউড

সাতদিনের গল্পের সিনেমায় রিয়াজ-মম

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – সালটা ১৯৭১। ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সমাবেশে প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। সেদিন জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ছাত্রনেতা আ স ম আব্দুর রব। এরপর শুরু হওয়া আন্দোলনের খবরাখবর, দেশবাসীর কাছে পৌঁছায় বেতারের মাধ্যমে। অবশেষে ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে জাতীর উদ্দেশ্যে ভাষণ রাখেন। সেটাও বেতারের মাধ্যমে পুরোদেশের মানুষের কাছে পৌছায়। মহান মুক্তিযুদ্ধে বার্তা পৌছে দিতে এই সাতদিন বেতারের যে অবদান, তা নিয়েই তৈরি হচ্ছে সিনেমা। নাম ‘রেডিও’।

অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রিয়াজ ও জাকিয়া বারী মম। আর আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে এর শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।

অনন্য মামুন বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ে মানুষের জাগরণের গল্প ও বেতারের ভূমিকায় নিয়েই “রেডিও” গল্প। এতে আমরা ১৯৭১ সালের ২ মার্চ থেকে ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনাকে কেন্দ্র করে কিছু মানুষের ঘটনা উঠে আসবে। এই সিনেমায় অভিনয় করার জন্য রিয়াজ ও মম আপুর সঙ্গে মৌখিক কথা হয়েছে। তারা গল্পটি পছন্দ করেছেন। দু’একদিনের মধ্যেই চুক্তিবদ্ধ হবেন।’

চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘আমার সঙ্গে পরিচালকের প্রাথমিক কথা হয়েছে। আগামীকাল রোববার বিস্তারিত কথা হবে, তখন সবটুকু বলতে পারব। তার আগে কিছু বলতে চাচ্ছি না।’

এন এইচ, ১৯ ফেব্রুয়ারি

Back to top button