ঢাকা বিভাগ

পুলিশ পাহারায় মৃত বাবার বাড়িতে থাকছেন দুই মেয়ে

ঢাকা, ০৩ নভেম্বর- পুলিশ পাহারায় মৃত বাবার বাড়িতে থাকছেন দুই মেয়ে। শতকোটি টাকা মূল্যের বাড়ি নিয়ে সৎমায়ের সঙ্গে দুই মেয়ের দ্বন্দ্ব হওয়ায় এ পরিস্থিতিরে সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) তারা আদালতে হাজির হলে তাদের বাড়িটির দলিল হাজির করতে বলা হয়েছে। এ সময়ে মধ্যে বাড়িতে থাকা দুই মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

পুলিশি সহায়তা নিয়ে বাবার বাড়িতে ঢোকার পর দুই বোন ঘুমান ফ্লোরে। রান্নাঘর থাকলেও তারও বেহাল দশা। এ কারণে হোটেল থেকে খাবার এনে খেয়ে-মেঝেতে ঘুমিয়ে ১৫ দিন ধরে থাকছেন দুই বোন।

শতকোটি টাকা মূল্যের মৃত বাবার বাড়ি নিয়ে সৎমায়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদের। বোন মোশরেকাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার হাইকোর্টে হাজির হন মোবাশশেরা। তাদের অভিযোগ, স্বজনদেরও ঢুকতে দেয়া হচ্ছে না বাড়িতে। এ সময় সৎমা অঞ্জু কাপুরও আদালতেই উপস্থিত ছিলেন। তবে তিনি গণমাধ্যমকে এড়িয়ে গেছেন।

দুই মেয়ে জানান, খুব অস্বাস্থ্যকর অবস্থায় আমরা বসবাস করছি। বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হচ্ছে।

বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ের এমন পরিণতি দেখে ৯ নভেম্বর পর্যন্ত তাদের নিরাপত্তা দেয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। নিশ্চিত করতে বলা হয় স্বজনদের প্রবেশ।

আরও পড়ুন : জেলা ছাত্রলীগের নতুন কমিটি, একাংশের বিক্ষোভ

রাজধানীর গুলশান-২-এর বিলাসবহুল তিনতলা এ বাড়ির দ্বিতীয়তলায় থাকছেন তারা। প্রথমে তাদের বাড়িতে ঢুকতে দেয়া না হলেও উচ্চ আদালতের নির্দেশে বাড়িতে ঠাঁই হয় তাদের। তাদের বাবা জগলুল হায়দার গত ১০ অক্টোবর মারা যান। এরপর নিজেক দ্বিতীয় স্ত্রী দাবি করে বাড়িটি দখলে নেন অঞ্জু কাপুর।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ০৩ নভেম্বর

Back to top button