আসাম

৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল আসাম সরকার

দিসপুর, ০৩ নভেম্বর – ৪২ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতের আসাম সরকার। সোমবার বৈধ প্রক্রিয়া মেনেই আসামের করিমগঞ্জ জেলার সুতারকান্দি ও বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই অবৈধভাবে বিভিন্ন সময় আসাম সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল। কামরূপ, শিবসাগর, কার্বি আলং, ডিমা হাসাও, গুয়াহাটি, কাছার, করিমগঞ্জ, সোণিতপুর এবং দক্ষিণ সালমারা মানকাচর জেলার বিভিন্ন এলাকা থেকে পরবর্তীকালে তাদের আটক করা হয়েছিল। এরপর গত দুই-তিন বছর ধরে রাজ্যটির বিভিন্ন ‘ডিটেনশন ক্যাম্প’এ রাখা হয়েছিল।

এদের মধ্যে কেউ কেউ বেশ কয়েকবছর ধরে আসামে বসবাস করছিলেন এবং ফরেনারস ট্রাইব্যুনালের তরফে তাদের অবৈধ অনুপ্রবেশকারী বলেও তকমা দেওয়া হয়েছিল।

এ ব্যাপারে করিমগঞ্জ পুলিশ সুপার মায়াঙ্ক কুমার জানান, ৪২ জন বাংলাদেশির মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৯ জন নারী। ২-৩ বছর আগে তাদের আটক করা হয়। কোভিড স্বাস্থ্যবিধি মেনে ও বৈধ প্রক্রিয়ায় তাদের বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছে।

সুত্র : বাংলাদেশ প্রতিদিন
এন এ/ ০৩ নভেম্বর

Back to top button