টলিউড

সৌমিত্রকে নিয়ে সুখবর দিলেন চিকিৎসকরা

কলকাতা, ০৩ নভেম্বর- কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসায় আবারো খানিকটা সাড়া দিয়েছেন চট্টোপাধ্যায়।

এ যাত্রায় সুখবর একটাই সৌমিত্রের ইন্টারনাল ব্লিডিং বন্ধ করা সম্ভব হয়েছে। তবে হিমোগ্লোবিনের পরিমাণ এখনও একই রয়েছে। ভাস্কুলার সার্জেন, রেডিওলজিস্ট, অ্যানাস্থেসিস্ট তাকে ২৪ ঘণ্টাই পর্যবেক্ষণে রেখেছেন। নতুন করে যাতে আর রক্তক্ষরণ না হয়, সেদিকেই বিশেষভাবে খেয়াল রেখেছেন চিকিৎসকরা।

এই অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কিত বুলেটিন প্রকাশ করেছে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক অরিন্দম কর ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেতার ইন্টারনাল ব্লিডিং বা রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। নতুন করে যাতে আর কোনওভাবে রক্তক্ষরণ না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। তবে তার হিমোগ্লোবিনের মাত্রা একইরকম রয়ে গিয়েছে। শরীর থেকে জমাট বাঁধা রক্ত বের করার প্রক্রিয়াও চলছে। তবে তার অচেতন ভাব এখনও কাটেনি। সেটি কীভাবে কাটিয়ে আবার আগের মতো সুস্থ করা সম্ভব হয় সে বিষয়েই চিন্তাভাবনা চালাচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: অশ্লীল নৃত্য ও আপত্তিকর আচরণের প্রতিবাদ করায় হত্যা

উল্লেখ্য, গত ৬ অক্টোবর থেকে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতা। করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্লাজমা থেরাপির পর সৌমিত্রের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। তবে আচমকাই তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে।

চিকিৎসক অরিন্দম করের মতে, পঁচাশি বছর বয়সে করোনা সংক্রমণ। তার উপর আবার কো-মর্বিডিটি। এমনকী এতদিন ধরে ভেন্টিলেশন সাপোর্ট সব মিলিয়ে বেশ কঠিন হয়ে যায় পরিস্থিতি। তবে এখন প্রত্যেকের একটাই প্রার্থনা, সমস্ত প্রতিকূলতা যেন কাটিয়ে উঠতে পারেন ‘ফেলুদা’।

আডি/ ০৩ নভেম্বর

Back to top button