মধ্যপ্রাচ্য

ফের সৌদি আরবের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

সানা, ১০ ফেব্রুয়ারি – সৌদি নেতৃত্বাধীন আরব জোটের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী।

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে এ ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানায় পার্স টুডে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এ বিষয়ে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলে একটি বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

ওই বিবৃতিতে তিনি বলেন, চীনে তৈরি সিএইচ-ফোর টাইপের এই ড্রোন হাজ্জাহ প্রদেশের আকাশে শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছিল। ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি জোটের গোয়েন্দা ড্রোনটি ভূপাতিত করা হয়।

আল-মাসিরা টেলিভিশনে বলা হয়, ইয়েমেনের ওপর নতুন করে ৩৮ দফা বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। হাজ্জাহ, মা’রিব, বাইদা ও সানা প্রদেশের বিভিন্ন অবস্থানে এসব হামলা চালানো হয়।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/১০ ফেব্রুয়ারি ২০২২

Back to top button