জয়পুরহাট

শূন্য ভোট পেলেন মেম্বার প্রার্থী, নিজের ভোটটি গেলো কই!

জয়পুরহাট, ০৯ ফেব্রুয়ারি – সপ্তম ধাপে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কুসুম্বা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ৯নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম রানা।

তবে আজব ব্যাপার হলো নির্বাচনে একটি ভোটও পাননি রবিউল ইসলাম রানা। তার ফলাফল পত্রে ভোটের সংখ্যা শূন্য। শূন্য ভোট পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে এলাকায়। প্রার্থী রবিউল ইসলাম রানা নিজের ভোটটি খুঁজে পেতে নির্বাচন অফিসের দ্বারে দ্বারে ঘুরছেন।

জানা গেছে, কুসুম্বা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম রানা প্রতীক পাওয়ার পর বিজয়ী হতে অন্যান্য প্রার্থীর মত কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণা চালান। পোস্টার লাগানো হয় ওয়ার্ডের সর্বত্রই। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।

ভোটের দিন কেন্দ্রে নিজের তালা প্রতীকে এজেন্টও ছিল। অথচ সোমবার দিনশেষে গণনা করে দেখা যায়, তিনি একটি ভোটও পাননি।

ফলাফলপত্রে দেখা যায়, রবিউল ইসলাম রানা তালা প্রতীকে কোনো ভোট না পেলেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভুপেন চন্দ্র মন্ডল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮৯৩, আজিজুল হক মোরগ প্রতীকে পেয়েছেন ৬৮২ ভোট, ও মইনুল ইসলাম আপেল প্রতীকে পেয়েছেন ৭৩৫ ভোট।

রবিউল ইসলাম রানার প্রশ্ন, তিনি, তার স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয় স্বজন, তার শুভাকাক্ষী কর্মী-সমর্থক ও এজেন্ট কেউই কী তাকে ভোট দেয়নি। এমনকি অন্য কেউ যদি ভোট নাও দেয়, তবে তার নিজের ভোটটি গেল কোথায়?

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার বলতে পারবেন। তবে প্রার্থী চাইলে আদালতের আশ্রয় নিতে পারেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ ফেব্রুয়ারি

Back to top button