দক্ষিণ এশিয়া

উত্তরপ্রদেশে হারলে দেশেও হারবে বিজেপি: মমতা

নয়াদিল্লি, ০৮ ফেব্রুয়ারি – উত্তরপ্রদেশে হারলে দেশেও হারবে বিজেপি। বিজেপিকে হারাতে হলে জেতান সমাজবাদী পার্টিকে, জেতাল অখিলেশ যাদব। অখিলেশ জিতলে আমরা একসঙ্গে উন্নয়নের কাজ করব। তাই সবাইকে অখিলেশের হাত ধরার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশের সমর্থনে উত্তরপ্রদেশে প্রচারে গিয়ে খোঁচা দিলেন মোদী-যোগীকে।

উত্তরপ্রদেশে লখনউয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাষণে বলেন, দেশের গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। তাই হারাতে হবে বিজেপিকে। সবাইকে একজোট হয়ে বিজেপিকে হারাতে হবে। কেননা বিজেপি দেশের কাছে বিপজ্জনক। বিজেপি বিভাজনের রাজনীতি করে, সাম্প্রদায়িকতার রাজনীতি করে।

মমতা বলেন, আগে ক্ষমা চান, তারপর ভোট চাইবেন। উন্নাওয়ের ঘটনার জন্য মাফ চাইতে হবে বিজেপিকে। শান্তিপূর্ণ আন্দোলন চলছি, সেখানে আন্দোলনকারীদের পিষে মেরেছে বিজেপির মন্ত্রীর ছেলে, তার বিচার হবে, তার জন্য ক্ষমা চাইবেন না? হাথরাশের ঘটনার জন্য আগে মাফ চাইতে হবে। তারপর আপনারা ভোট চাইবেন।

উত্তরপ্রদেশের যোগী সরকার করোনায় মৃতদেহ পবিত্র গঙ্গা দিয়ে লাশ ভাসিয়ে দিয়েছিল। আমরা সেই লাশ তুলে সৎকার করেছি। উত্তরপ্রদেশ ও বাংলার পাশ দিয়ে বয়ে চলেছে। আমরা পবিত্র গঙ্গার পাশে বাস করছি, অখিলেশের সরকার হলে আমরা একসঙ্গে কাজ করব। একসঙ্গে শিল্প করব।

ভোটের পর বিজেপির কাউকে দেখা যায় না। আমি শুনেছি এখন ভোটে জিততে স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতিই শুধু দিচ্ছেন, তা পালন করছেন না। বেটি বাঁচাও বেটি পড়াও এখন বেটি হটাও দেশ বাঁচাও-এ পরিণত করেছে বিজেপি। এই বিজেপি ভয়ঙ্কর। ফের যদি উত্তরপ্রদেশে যোগী সরকার হয়, তবে ইতিহাস বিনষ্ট হয়ে যাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানায় মমতা বলেন, দেশের নেতা হবে গান্ধীজির মতো। মোদীর মতো নেতা হলে দেশে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। মনে রাখতে হবে আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি না। এবার উত্তরপ্রদেশে অখিলেশের সরকার হলে, তা হবে হিন্দু-মুসলিম, সকল জাতির সরকার,. সকল ধর্ম-বর্ণের সরকার। মানুষের সরকার।

এদিন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের ডাকে উত্তরপ্রদেশে ভোট প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অখিলেশ যাদবকে পাশে নিয়ে মমতা বলেন, দেশ বাঁচাতে এবার আমরা সমস্ত আঞ্চলিক দল মিলে বিজেপিকে হারাব। বাংলা ও উত্তরপ্রদেশ এক হলে বিজেপি হারবেই। আমরা সমস্ত আঞ্চলিক দলগুলিকে এক করে বিজেপির বিরুদ্ধে লড়াই করব।

সূত্র: ওয়ানইন্ডিয়া
এম ইউ/০৮ ফেব্রুয়ারি ২০২২

Back to top button