কক্সবাজার

চকরিয়ায় পিকআপের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজার, ০৮ ফেব্রুয়ারি – চকরিয়া উপজেলায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ ভাই নিহত গেছে। মৃতরা হলেন- ওই ইউনিয়নের রিংবং এলাকার মৃত সুরেশ চন্দ্র দের ছেলে অনুপম দে, নিরুপম দে, দীপক দে ও চম্পক দে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় উপজেলার দুলাহাজারা ইউনিয়ন পরিষদের মালুমঘাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই একই পরিবারের। আহদের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই শাফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ৪ ভাইসহ একই পরিবারের নয়জন ভোরে স্থানীয় একটি শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তা পারাপারের সময় কক্সবাজার শহরের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক ভাই নিহত হয়। পরে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পরে আরো ৩ ভাই মারা যায়।

মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

এন এইচ, ০৮ ফেব্রুয়ারি

Back to top button