পশ্চিমবঙ্গ

কলকাতার পাড়া-মহল্লায় ১৫ দিন বাজবে লতা মঙ্গেশকরের গান

কলকাতা, ০৭ ফেব্রুয়ারি – কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত লতা মঙ্গেশকরের প্রতি সম্মান জানাতে পশ্চিমবঙ্গে আগামী ১৫ দিন সুরসম্রাজ্ঞীর গান বাজানো হবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গে অর্ধ-দিবস ছুটির ঘোষণাও করা হয়েছে।

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মারা যান। ৯২ বছর বয়সি এই গায়িকা মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র।

এই শিল্পীর মৃত্যুতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সর্বজন শ্রদ্ধের লতা মঙ্গেশকর দীর্ঘ আট দশক করে তার কন্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। হিন্দী, মারাঠি, বাংলাসহ ৩৬টিরও বেশি ভাষায় গাওয়া তার গানগুলো আজও ব্যাপক জনপ্রিয়।

এন এইচ, ০৭ ফেব্রুয়ারি

Back to top button