পশ্চিমবঙ্গ

বাবুল সুপ্রিয়র ওপর হামলা

কলকাতা, ০৭ ফেব্রুয়ারি – বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সাবেক মন্ত্রী ও তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়র ওপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার গোয়ায় ভোট প্রচারের সময় তার ওপর ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় এক দুর্বৃত্ত।

এ ঘটনার পর টুইটবার্তায় বাবুল লেখেন, ‘গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতী আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কংগ্রেস ও বিজেপির মতো দুই জাতীয় দলের আশীর্বাদেই নির্বাচনে লড়ছে ওই দলটি। কিন্তু নিরাপত্তাক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি।’’

বাবুল জানান, ওই ঘটনার পর সঙ্গে সঙ্গেই পুলিশ চলে আসে সেখানে। তবে তিনি এখনও কোনও লিখিত অভিযোগ জানাননি।

টুইটারে বাবুল আরও লেখেন, ‘মানুষের কাছে ভোট চাওয়া প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার। আমি একাই ওই দুষ্কৃতীকে শায়েস্তা করতে পারতাম। কিন্তু তত ক্ষণে পুলিশ চলে এসেছে।’

সূত্র : যুগান্তর
এন এইচ, ০৭ ফেব্রুয়ারি

Back to top button