কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ফখরুলের শোক
ঢাকা, ০৬ ফেব্রুয়ারি – উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৬ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় মির্জা ফখরুল লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, উপমহাদেশের প্রতিভাবান ও খ্যাতনামা সংগীতশিল্পীদের মধ্যে লতা মঙ্গেশকর ছিলেন শীর্ষস্থানীয়। তার সুরেলা কণ্ঠ কয়েক দশক ধরে সংগীতপ্রেমী মানুষদের বিমোহিত করেছে। এই কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী ছিলেন অনন্য অতুলনীয়। তিনি ছিলেন সংগীত জগতে একজন মহীরুহ। বহু হৃদয়কাড়া গানের এ শিল্পীর পৃথিবী থেকে প্রস্থান গভীর বেদনার। তার মৃত্যুতে ভারতসহ এই উপমহাদেশ হারালো অসাধারণ একজন গুণী শিল্পীকে, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়। সংগীতশিল্পী হিসেবে লতা মঙ্গেশকরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
আজ সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়সী এ সংগীতশিল্পী করোনায় আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এ সংগীতশিল্পীকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, কিছুটা সাড়া দিচ্ছেন লতা। তার বিভিন্ন থেরাপি চলছে। কিন্তু সেখান থেকে আর ফেরা হয়নি এ কোকিলকণ্ঠীর।
এন এইচ, ০৬ ফেব্রুয়ারি