পশ্চিমবঙ্গ

প্রার্থী না-পসন্দ, তৃণমূল কর্মীদের বিক্ষোভে মধ্যরাতে উত্তপ্ত কামারহাটি!

কলকাতা, ০৬ ফেব্রুয়ারি – প্রার্থী তালিকায় প্রকাশিত হওয়ার পর থেকেই চাপা উত্তেজনা ছিল। সরস্বতী পুজোয় তা বহিঃপ্রকাশ ঘটল। উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার কামারহাটি পৌরসভা চত্বর এলাকা। শনিবার কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর এলাকায় তৃণমূল প্রার্থীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মী সমর্থকরা। তাও আবার মধ্যরাতে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা। খবর পেয়ে রাতেই এলাকায় যায় পুলিশ। সকাল থেকে এলাকা থমথমে।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য তথা জেলা জুড়ে বিক্ষোভের ছবি সামনে আসছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোথাও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, কোথাও প্রকাশ্যেই বলছেন, ‘প্রার্থী বদল চাই’। কামরাহাটির ২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী নির্মলা রায়কে নিয়েও রয়েছে অসন্তোষ। প্রার্থী পছন্দ না হওয়ায় সরস্বতী পুজোর দিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান দলীয় কর্মী সমর্থকরা। সারাদিন বিক্ষোভ প্রদর্শনের পর গভীর রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি পৌরসভা ২৯ নম্বর ওয়ার্ড উত্তর বাসুদেবপুর এলাকা।

বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রার্থী পদ পরিবর্তন করার দাবি তুলে উত্তর বাসুদেবপুর এলাকায় ঘোষিত তৃণমূল প্রার্থী নির্মলা রায়ের কুশপুতুল পুড়িয়ে রাস্তা অবরোধ করেন। অতো রাতেই বিক্ষোভ দেখাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা। দিতে থাকেন স্লোগান। বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি, নির্মলা রায়ের পরিবর্তে যে কাউকেই প্রার্থী ঘোষণা করুক দল। নির্মলা রায়ের পরিবর্তে যে কোনও ‘ভালো মানুষ’কেই প্রার্থী হিসাবে মেনে নেবেন তাঁরা।

এক তৃণমূল কর্মী বলেন, “আমরা নেত্রীর কাছে আশাবাদী, যাঁর বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে, এত এভিডেন্স রয়েছে, তাঁর প্রার্থী পদ খারিজ করতে হবে। আমরা ওয়ার্ডের সকল তৃণমূল কর্মীরাই এই দাবি জানাচ্ছি। সর্বোচ্চ নেত্রী, এমপি, এমএলএ- সকলের কাছে আমাদের এই একটাই অনুরোধ। যতদিন না এই প্রার্থী পদ খারিজ হচ্ছে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।”

আরেক তৃণমূল কর্মীর কথায়, “আমরা এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি সবসময়। কিন্তু যে প্রার্থীর বিরুদ্ধে এলাকাতেই এত অভিযোগ রয়েছে, তিনি কীভাবে প্রার্থী হতে পারেন। অবিলম্বে এই প্রার্থী পদ খারিজ করার দাবি জানাচ্ছি আমরা।” নির্মলা রায়ের প্রার্থী পদ খারিজ না হলে আগামীদিনে স্থানীয় তৃণমূল নেতৃত্ব লাগাতার আন্দোলন চালাবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তবে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এন এইচ, ০৬ ফেব্রুয়ারি

Back to top button