মিডিয়া

পীর হাবিবুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি – বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৮মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

সম্প্রতি করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন পীর হাবিবুর রহমান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

ডিএনসিসি মেয়রের শোক

বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর‌পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র মো. আতিকুল ইসলাম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এক শোকবার্তায় বলেন, ‘পীর হাবিবুর রহমানের মৃত্যুর মধ্যে দিয়ে একজন প্রকৃত কলম সৈনিকের মৃত্যু হলেও তিনি বেঁচে থাকবেন তার সৃষ্টিশীল কর্মের মধ্যে।’

এসময় তিনি পীর হা‌বি‌বের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৫ ফেব্রুয়ারি

Back to top button