ক্রিকেট

ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

অ্যান্টিগা, ০৫ ফেব্রুয়ারি – ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যান্টিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দল।

শনিবার (৫ ফেব্রুয়ারি) অ্যান্টিগায় অনুষ্ঠিত ফাইনালে ভারতের লক্ষ্য পঞ্চম শিরোপা ও ইংলিশরা অপেক্ষায় আছে দীর্ঘ ২৪ বছরের শিরোপা খরা ঘুচানোর।

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের ইতিহাস সমৃদ্ধ হলেও ইংল্যান্ডের ইতিহাস নড়বড়ে। ভারত পঞ্চম শিরোপা ঘরে তোলার অপেক্ষায়। অন্যদিকে, একবারই ১৯৯৮ সালে শিরোপা ঘরে তুলতে পেরেছিল ইংলিশরা। ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ২৪ বছর বিশ্বকাপ পায়নি তারা। সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের দ্বারপ্রান্তে গিয়েও ফাইনালের টিকেট পেয়েছে ইংলিশরা।

ভারত একাদশ: হারনূর সিং, অ্যাংরিশ রঘুবংশী, শাইক রশিদ, যশ ধুল (অধিনায়ক), সিদ্ধার্থ যাদব, রাজ বাওয়া, কৌশল তাম্বে, দিনেশ বানা (উইকেটরক্ষক), রাজবর্ধন হাঙ্গারগেকার, ভিকি ওস্টওয়াল ও রবি কুমার।

ইংল্যান্ড একাদশ: জর্জ থমাস, জ্যাকব বেথেল, টম পার্স্ট (অধিনায়ক), জেমস রিউ, উইলিয়াম লাক্সটন, জর্জ বেল, রেহান আহমেদ, অ্যালেক্স হর্টন (উইকেটরক্ষক), টমাস অ্যাসপিনওয়াল, জেমস সেলস ও জোশুয়া বয়েডেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৫ ফেব্রুয়ারি

Back to top button