দক্ষিণ এশিয়া

ভারতে একদিনে করোনায় ১০৫৯ জনের মৃত্যু

নয়াদিল্লী, ০৫ ফেব্রুয়ারি – ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায়।

এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেল পাঁচ লাখ এক হাজার ১১৪ জন।

এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে এক লাখ ২৭ হাজার ৯৫২ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন চার কোটি ১৯ লাখ ৫২ হাজার মানুষ। দেশটিতে করোনা শনাক্তের হার ৭.৯৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই লাখ ৩০ হাজার মানুষ সুস্থ হয়েছে। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৩ লাখ ৩১ হাজার মানুষ।

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে আক্রান্তের হার অনেক বেড়ে যেতে দেখা যায়। তবে ধীরে ধীরে দেশটিতে সংক্রমণের হার কমছে।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া এ ভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫৭ লাখ ৪৪ হাজার ৬৪ জনের, আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ১৪ লাখের বেশি মানুষ।

সূত্র : সমকাল
এন এইচ, ০৫ ফেব্রুয়ারি

Back to top button