শেষ মুহূর্তের গোলে পুলিশকে হারালো সাইফ স্পোর্টিং
ঢাকা, ০৪ ফেব্রুয়ারি – আর্জেন্টাইন কোচ দিয়েগো ক্রুসিয়ানি তখন ডাগআউটে ছটফট করছিলেন। ম্যাচের রেফারিও ঘনঘন হাতের ঘড়ি দেখছিলেন। যেকোনো সময় বেজে উঠবে ম্যাচের শেষ বাঁশি।
সাইফ স্পোর্টিং পয়েন্ট হারিয়ে প্রিমিয়ার লিগ যাত্রা শুরু করবে সেটা প্রায় মেনেই নিয়েছিলেন দলের সকলে। কিন্তু কে জানতো শেষ বাঁশির আগেই ৩ পয়েন্ট চলে আসবে সাইফ স্পোর্টিং ক্লাবের ঝুলিতে।
পয়েন্ট চলে এলো শেষ সময়ে একটা ফ্রি কিক থেকে। রুয়ান্ডার খেলোয়াড় এমেরি গোল করা মাত্রই ক্রুসিয়ানির স্তস্তির নিঃশ্বাস। পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই যে তারা শুরু করলো প্রিমিয়ার লিগ যাত্রা।
শুক্রবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ ম্যাচে ঐ ১ গোল ধরে রেখেই সাইফ শুভ সূচনা করলো।
ম্যাচ শুরুর আগেই দুই দলই ছিল সমান ফেভারিট। শক্তিতে প্রায় সমান দুই দলের লড়াইটা জমেছিল বেশ। কিন্তু গোল আদায় করতে পাছিল না কোনো দলের ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ইনজুরি সময়ের গোল সাইফের ঘরে এনে দেয় পূর্ণ ৩ পয়েন্ট।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৪ ফেব্রুয়ারি