ফুটবল

স্পট ফিক্সিং ইস্যুতে আরামবাগের সভাপতি ও ট্রেইনারকে আজীবন নিষিদ্ধ করেছে ফিফা

ঢাকা, ০৪ ফেব্রুয়ারি – স্পট ফিক্সিং ইস্যুতে আরামবাগ সভাপতি মিনহাজ ও ট্রেইনার মাইদুলকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আজীবন নিষিদ্ধ করেছে ফিফা। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানায় বাফুফে।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অনলাইন বেটিং, স্পট ফিক্সিংসহ ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে।

ক্লাবের সাবেক সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক এম স্পোর্টসের প্রধান স্বত্বাধিকারী মিনহাজুল ইসলাম, সাবেক দলীয় ম্যানেজার গওহর জাহাঙ্গীর রুশো, সাবেক ভারতীয় ফিটনেস ট্রেনার মাইদুল ইসলাম ও সাবেক সহকারী দলীয় ম্যানেজার আরিফ হোসেনকে ফুটবল থেকে বিশ্বব্যাপী আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

ক্লাবের সাবেক ভারতীয় ফিজিও সঞ্জয় বোস ও ভারতীয় গেম অ্যানালিস্ট আজিজুল শেখকে ফুটবলীয় কার্যকলাপ হতে ১০ বছরের জন্য বিশ্বব্যাপী নিষিদ্ধ।

এছাড়াও ক্লাবের সাবেক গোলকিপার আপেল মাহমুদ, সাবেক খেলোয়াড় আবুল কাশেম মিলন, আল আমিন, মোহাম্মদ রকি, জাহিদ হোসেন, কাজী রাহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান সৈকত, মোঃ ওমর ফারুক, মোঃ রাকিবুল ইসলাম, মেহদী হাসান ফাহাদ ও মোঃ মিরাজ মোল্লাকে ১ বছরের জন্য বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হয়েছে।

সাবেক নাইজেরিয়ান খেলোয়াড় ক্রিস্টোফার চিজোবাকে ২ বছরের জন্য বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: সমকাল
এম ইউ/০৪ ফেব্রুয়ারি ২০২২

Back to top button