নাটক

লোহার তরী: রহস্যময়ী তিশাকে ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে

ঢাকা, ০৪ ফেব্রুয়ারি – লঞ্চে শুরু, লঞ্চেই শেষ; এরমধ্যে রয়েছে শ্বাসরুদ্ধকর ঘটনা ও অনেক রহস্য। থ্রিলার গল্পে এমনই রহস্য জিইয়ে নির্মিত হলো ওয়েব ফিল্ম ‘লোহার তরী’। এটি নির্মাণ করেছেন শিফট, যে শহরে টাকা উড়ে, পলিটিকস, অপরুপা, আপনার ছেলে কী করে, ট্রল- খ্যাত সময়ের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার। গল্প লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা ও সঞ্জয়।

সদ্য প্রকাশিত হলো এর ট্রেলার, অন্তর্জালে প্রশংসার পাশাপাশি আগ্রহ বাড়িয়েছে তানজিন তিশা অভিনীত এ থ্রিলার। এক মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারজুড়ে তানজিন তিশাকে দেখা গিয়েছে রহস্যময়ী চরিত্রে।

গল্প নিয়ে আগেই কোন ধারণা দিতে চান না পরিচালক, শুধু জানান এর উত্তর মিলবে ভালোবাসা দিবসে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি আই থিয়েটার অ্যাপে উন্মুক্ত হলে।

নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘লোহার তরী’ নির্মিত হয়েছে থ্রিলার গল্পে। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এটি। এখানে অনেক রহস্য আছে, ঝুঁকি আছে। সেটা দর্শকরা দেখার পরই বুঝতে পারবে।

তানজিন তিশা বলেন, ‘সঞ্জয় দাদার সঙ্গে কাজ করতে আমি অনেক বেশি কমফোর্ট ফিল করি। উনি যখন আমাকে গল্পটা শুনালেন তখন দেখলাম যে, এটা ফিমেল বেইজড একটা গল্প এবং খুবই চমৎকার। গল্প, চরিত্র পছন্দ হওয়া আর নির্মাতার জন্যই কাজটি করা। এই কাজটি করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। টানা লঞ্চের মধ্যে শুটিং করেছি।

একটা দৃশ্যে আমি লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছি। যদিও আমি খুব ভালো সাঁতার জানিনা, তারপরও এটা করেছি। সাঁতার জানলেও স্রোতের মধ্যে নদীতে সাঁতার কাটা খুব সহজ কাজ নয়। সাঁতার কেটে ডান দিকে আসতে চাইলে স্রোত আমাকে বামদিকে নিয়ে যেত। আমিতো এক পর্যায়ে লঞ্চের নিচে চলে যাচ্ছিলাম! এটা আমার জন্য খুবই ভয়ংকর একটা অভিজ্ঞতা ছিলো। তারপরও আমি চেষ্টা করেছি গল্প ও চরিত্রের প্রয়োজনে সেরাটা দিয়ে কাজ করতে। ওইটার একটা ছোট ভিডিও দেখেছি ফেসবুকে ভাইরাল হয়েছে। এটার কারণে হয়তো কাজটি নিয়ে দর্শকের আগ্রহ বেড়েছে অনেক। তবে আমি অনেক আশাবাদী কাজটি নিয়ে। আমার বিশ্বাস কাজটি দর্শকের ভালো লাগবে।’

তানজিন তিশা ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, খন্দকার লেনিন, শাহজাহান সম্রাট, সেমন্তী সৌমি, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বি, ডন, টাইগার রবি প্রমুখ।

এন এইচ, ০৪ ফেব্রুয়ারি

Back to top button