ফের ইভিএম আলোচনায় বসছে ইসি
ঢাকা, ০৪ ফেব্রুয়ারি – সারাদেশে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে দ্রুত ভোটগ্রহণ ও গণনার জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয় করা হলেও শতভাগ সুফলতা পাওয়া যাচ্ছে না। ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি, ভোট কম পড়াসহ বেশকিছু ত্রুটি চিহ্নিত হয়েছে। এসব সমস্যা নিয়ে আগামী সপ্তাহে আলোচনায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেয় ইসি।
আগামী বৃহস্পতিবার কমিশনের কারিগরি কমিটির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কমিশনের সচিব হুমায়ূন কবীর খোন্দকার।
ইসি সচিব বলেন, আমাদের টেকনিক্যাল আগামী বৃহস্পতিবার বসবে। কমিটি যা প্রস্তাব করবে, তা বাস্তবায়ন করা হবে। ইভিএমের সব সমস্যা সেই বৈঠকে ডিটেইলস পর্যালোচনা করা হবে।
বর্তমানে নির্বাচন কমিশনের কাছে ১ লাখ ৫৪ হাজার ইভিএম রয়েছে। ইভিএমে নিয়ন্ত্রণ ইউনিট ও ব্যালট ইউনিট নামে দুটি ইউনিট রয়েছে। নিয়ন্ত্রণ ইউনিটে আঙুলের ছাপ মিললেই ব্যালট ইউনিটে সংশ্লিষ্ট ভোটারের ব্যালট পেপার ওপেন হয়। কিন্তু সম্প্রতি বেশকিছু নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ তুলেছেন প্রার্থীরা।
সূত্র : আরটিভি
এম এস, ০৪ ফেব্রুয়ারি