ইউরোপ

বরিসকে বিপাকে ফেলে ৪ সহযোগীর পদত্যাগ

লন্ডন, ০৪ ফেব্রুয়ারি – লকডাউনে জন্মদিনের অনুষ্ঠানসহ একাধিক পার্টিতে যোগ দেওয়ার অভিযোগে যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের দাবি জোরালো হচ্ছিল ঠিক তখনই তার ঘনিষ্ঠ ৪ সহযোগী পদত্যাগ করেছেন। এতে আরও বিপাকে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পদত্যাগ করেন তারা।

পদত্যাগকারী হলেন- চিফ অব স্টাফ রোজেনফিল্ড, প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনল্ডস, যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাক ডয়েল এবং তার প্রধান রাজনৈতিক কৌশলী মুনিরা মির্জা পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে তিনজন ডাউনিং স্ট্রিটের পার্টিতে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে শুধু লকডাউনের মধ্যে মদের পার্টির আয়োজনে যোগ দেওয়া নয়, বরিস জনসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গত বছরের এপ্রিলে রানি দ্বিতীয় এলিজাবেথ, তার স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময়ও ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করে। আর সেটি ছিল বরিস জনসনের যোগাযোগ বিষয়ক পরিচালক জেমস স্ল্যাকের বিদায় উপলক্ষে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এসব কেলেঙ্কারির জন্য তার কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতারাও ইতোমধ্যে তার পদত্যাগ দাবি করেছেন।

সূত্র : আরটিভি
এম এস, ০৪ ফেব্রুয়ারি

Back to top button