টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল, ০৪ ফেব্রুয়ারি – ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়।

চালক ও যাত্রীরা জানিয়েছেন, ভোর থেকে সড়কটিতে যানজটে সৃষ্টি হয়। শীতের মধ্যে চরম ভোগান্তি হচ্ছে যাত্রীদের। বিশেষ করে, নারী ও শিশুরা পড়েছেন চরম বিপাকে।

সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো.সফিকুল ইসলাম জানিয়েছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে আসবে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

সূত্র : আরটিভি
এম এস, ০৪ ফেব্রুয়ারি

Back to top button