করোনায় আক্রান্ত র্যাবের মুখপাত্র মঈন
ঢাকা, ০৪ ফেব্রুয়ারি – করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উংইয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।
তিনি বলেন, বুধবার করোনা পরীক্ষা করানোর পর আজ ফলাফল পজিটিভ এসেছে। একটি মাত্র উপসর্গ ছিল। তবে অন্য কোনো শারীরিক সমস্যা নেই। সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত বছরের ২৫ মার্চ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পান কমান্ডার খন্দকার আল মঈন। তিনি লে. কর্নেল আশিক বিল্লাহর স্থলাভিষিক্ত হন। এর আগে র্যাবের কমিউনিকেশন উইংয়ের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন তিনি। মেধাবী, সৎ ও চৌকস অফিসার হিসেবে পরিচিত খন্দকার আল মঈন ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
কমান্ডার খন্দকার আল মঈন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে পিএসসি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে এমএসসি ডিগ্রি অর্জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ ফেব্রুয়ারি