চাঁদপুর

চাঁদপুরে মাইক্রোবাস-অটো সংঘর্ষে নিহত ৪

চাঁদপুর, ০৪ ফেব্রুয়ারি – চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা (সিএনজি) ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোর চালকসহ চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের বড়দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।

নিহতরা হলেন- জেলার মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক জসিম উদ্দিন (৫০), চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার হানিফ বেপারী (২৮) এবং একই এলাকার নুপুর (১৪)। নিহত অপর এক বৃদ্ধা নারীর নাম-পরিচয় জানা যায়নি।

এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত হানিফ বেপারীর স্ত্রী জান্নাত আক্তার পপি। তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চাঁদপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোটি মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া আড়ংবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে অটো দুমড়ে-মুচড়ে যায় এবং চালক জসিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। সিএনজিতে থাকা অপর যাত্রীদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ঘটনাস্থল থেকে নিহত চালকের লাশ এবং মাইক্রোবাস ও অটোটি উদ্ধার করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ ফেব্রুয়ারি

Back to top button