ফ্যাশন

ফ্যাশনে সেলিব্রেটিদের চেয়ে এগিয়ে ব্লগার

বর্তমান ফ্যাশনে জনপ্রিয় ফ্যাশন ব্লগারদের বেশ প্রভাব লক্ষ্য করা যায়। নতুন এক জরিপের তথ্য অনুযায়ী, পণ্য উপস্থাপনের ক্ষেত্রে সেলিব্রেটিদের চেয়ে ব্লগাররাই এখন বেশি প্রভাব বিস্তারকারী।

রিটেইলডাইভ কোম্পানি ‘কালেক্টিভ বায়াস’ পদ্ধতিতে ১৪,০০০ জনের ওপর একটি জরিপ চালায়। মজার ব্যাপার হল, শতকরা মাত্র ৩ ভাগ ভোট দিয়েছে তারকাদের প্রচার করা পন্যের উপর, আর শতকরা ৬০ ভাগ মানুষ শপিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগারদের রিভিউ দেখে। রিটেইলডাইভ আরও বলছে, প্রায় ৩০ শতাংশ ক্রেতা আছেন যারা সেলিব্রেটিদের চেয়ে নন-সেলিব্রেটি ব্লগারদের রিভিউ দেখে পন্য কেনেন।

এছাড়া এই জরিপের তথ্য অনুযায়ী, শতকরা ৭০ ভাগ মানুষ এখন সেলিব্রেটিদের প্রচারণার চেয়ে ব্লগারদের উপস্থাপনার ওপর বেশি গুরুত্ব দেন। তাহলে ব্লগাররাই কি নিয়ন্ত্রণ করতে যাচ্ছে ফ্যাশনের ভবিষ্যৎ – সেটাই এখন দেখার বিষয়।

এম ইউ

Back to top button