ফ্যাশন
এয়ারপোর্টে যে পোশাকে তারকারা
ভুল পোশাকে এয়ারপোর্টে যাওয়ার মতো বাজে অভিজ্ঞতা আর কী হতে পারে। আরামদায়ক না এমন পোশাকে ৮ ঘণ্টার ফ্লাইটে আপনি ঘেমে একাকার হয়ে যাচ্ছেন, আর এভাবে গন্তব্যে পৌঁছানো নিতান্তই বেশ কষ্টকর। মডেলরা এই ফ্লাইট ফ্যাশন বেশ ভালভাবে রপ্ত করেছেন। তা তারা প্যারিস ফটোশুটেই কিংবা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই থাকুন।
রানওয়ে তারকারা- যেমন গিগি হাদিদ এবং রোসি হানিংটন এয়ারপোর্টে পরার মত পোশাক খুঁজে নিয়েছেন। তা ফ্লাইটের জন্য যেমন আরামদায়ক, তেমনি ফ্লাইটকে দারুণভাবে উপভোগ করারও উপযোগী। চলুন দেখে নেওয়া যাক সেই ৮টি পোশাক ও অনুষঙ্গ যা তারকারা এয়ারপোর্টে পরে থাকেন-
– ব্ল্যাক বুটস
– আরামদায়ক টি-শার্ট
– ব্ল্যাক স্কিনি জিন্স
– লেদার জ্যাকেট
– লেগিংস
– ওভার দ্যা নি বুটস
– স্নিকারস
– সানগ্লাস
এম ইউ