ব্যক্তিত্ব

নীল চোখের নারী হয় রহস্যময়ী

কথায় আছে, চোখ হলো মনের আয়না। একজন মনে যা ভাবে তারই প্রতিফলন ঘটে চোখে। চোখ এমন একটা স্থান যা একজনের চরিত্রকে ব্যাখ্যা করতে সক্ষম। শুধুমাত্র চোখ দেখেই একজনকে বিচার করা যায় বলে দাবি করা হয়।

কারোর চোখ গাঢ় কালো। আবার কারো চোখ বাদামি। চোখের এই ভিন্ন ভিন্ন রঙ বলে দেবে একজনের চারিত্রিক বৈশিষ্ট্য।

কালো চোখ : এই ধরনের চোখের অধিকারীরা খুবই বিশ্বাসযোগ্য এবং কর্তব্যপরায়ণ হয়। কারোর গোপনকথা সাত-পাঁচ কান করে না। এরা প্রচণ্ড আশাবাদী ও ধর্মভীরু হয়। সেইসঙ্গে বাস্তববাদী ও পরিশ্রমী।

কটা চোখ : এই ধরনের চোখের রঙ মূলত বাদামী হয়। তবে, হালকা বাদামী চোখের লোকেরা সবসময়েই খুব আশাবাদী, পরিশ্রমী এবং সৃষ্টিশীল হয়। স্বাধীনচেতা, বিনয়ী এবং অপরের সম্পর্কে যতœবান হওয়া এদের চরিত্রের অন্যতম বৈষিষ্ট্য।

হ্যাজেল : বাদামী ও সবুজের মিশ্রণ থাকে এই চোখের রঙে। এই রঙের চোখের অধিকারীরা খুবই আশাবাদী, যতœবান এবং অ্যাডভেঞ্চারপ্রিয়।
ধূসর রঙের চোখ : এই রঙের চোখের অধিকারীরা খুবই আধিপত্যকারী এবং নেতা গোছরের হয়। পাশাপাশি ভদ্রতা এই ধরনের চোখের অধিকারীদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।

সবুজ রঙের চোখ : এই চোখের অধিকারীরা খোলা হাওয়ায় থাকতেই ভালোবাসে। এদের মধ্যে সবসময়ে একটা রহস্য থাকে।

নীল চোখ : এরা খুবই ‘এনার্জেটিক’ এবং সম্পর্ক রক্ষার ক্ষেত্রে খুব দৃঢ় হয়। এরা সবসময়ে অন্যকে খুশি করাতেই আনন্দ খুঁজে পায়।

এম ইউ

Back to top button