ব্যক্তিত্ব

বস্-কে তেল না-মেরেই কাজ হাসিল! যে ৭টি উপায়ে প্রোমোশন নিশ্চিত করবেন

এবারের অ্যাপ্রেইজাল বেরিয়ে গিয়েছে। হয়তো তেমন ভাল কিছু পাননি। হয়তো ভাল হয়েছে। ছেড়ে দিন। সামনের বারের জন্য প্রস্তুতি শুরু করে দিন। রইল কার্যকরী টিপ্‌স।

কী করবেন, জেনে নিন।
১. প্রথমেই বুঝে নিন, আপনার মূল্য ঠিক কী। আপনি কতটা পেতে পারেন, সেটা সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকা উচিত। বছরভর যা কাজ করেছেন, তার একটি প্রেজেন্টেশন রেডি করে রাখুন। সময়মতো টুক করে বস্‌-এর সামনে ফেলে দিন।

২. সুযোগ বুঝে বস্‌-এর সঙ্গে কথা বলুন। যে কোনও বিষয়ে সিরিয়াসলি আলোচনা করুন। বিশেষ করে বস্‌-এর পছন্দসই বিষয় হলে তো কথাই নেই। স্রেফ আড্ডার ছলে কথা বলুন।

৩. আপনার প্রত্যাশা এবং পরবর্তীতে কোন খাতে আপনার কেরিয়ার গড়াবে, তা মাথায় রাখুন। সেইমতো বস্‌-এর সঙ্গে কথোপকথনে যান। নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করুন।

৪. চলতি বছরে আপনার কাজের খতিয়ান তৈরি করে রাখুন নিজের পোর্টফোলিওয়। বিভিন্ন মিটিং-এ সেই পোর্টফোলিও থেকে পয়েন্ট তুলুন।

৫. প্রতি মিটিংয়েই প্রমাণ করার চেষ্টা করুন যে, এই সংস্থায় আপনার প্রত্যাশিত ভূমিকা আপনি পালন করছেন। সে ক্ষেত্রে সংস্থার ভবিষ্যতে আপনার ভূমিকা কী হতে চলেছে, সেটা বস্-কে বোঝানো প্রয়োজন।

৬. সহকর্মীদের সুবিধে-অসুবিধে সম্পর্কে সম্যক ধারণা রাখুন। যাতে বস্ মনে করেন, আপনি সকলের সঙ্গে মিশে কাজ করছেন।

৭. বেতন নিয়ে আলোচনা চলছে? কোনওভাবেই তর্কাতর্কিতে যাবেন না। সংস্থার প্রস্তাবে কেন রাজি নন, সেটা যুক্তি সহকারে বুঝিয়ে দিন।

এম ইউ

Back to top button