চিকিৎসা নিয়ে ফিরলেন হাসান, রাতে লন্ডন যাচ্ছেন সাইফউদ্দিন
ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – লন্ডন থেকে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। একই গন্তব্যে আজ রাতে উড়াল দিচ্ছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।
পিঠের চোটে ভোগা হাসান এখন সম্পূর্ণ সুস্থ। মুঠোফোনে বলেছেন,‘আজ সকালে দেশে এসেছি। আমি এখন সুস্থ আছি। বোলিংয়ে ফিরতে পারব। আশা করছি দুদিন পর থেকে বোলিং শুরু করব।’
২০২১ সালে ওয়ানডে, টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ২২ বছর বয়সী এ তরুণের। দুর্ভাগ্যক্রমে ইনজুরিতে পড়ে গত বছর মার্চে ওয়ানডে সিরিজের পর পরই নিউ জিল্যান্ড থেকে দেশে ফিরতে হয়েছিল হাসানকে।লন্ডনে গিয়ে হাসান জানলেন, তার স্পাইনাল কর্ডে (মেরুদণ্ড) চিড় ছিল। নিউ জিল্যান্ডেই তার স্পাইনাল কর্ডের এল ফোর’এ ইনজুরিটা হয়েছিল, যার ব্যথায় বোলিং করতে পারতেন না। যেটি ঢাকায় ধরা পড়েনি। এখন সেই ইনজুরি ভালো হয়ে গেছে। হাঁড়ের চিড় জোড়া লেগে গেছে। তাইতো চিকিৎসক তাকে পুরোদমে বোলিং শুরু করতে পরামর্শ দিয়েছেন।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে চোট পেয়ে দেশে ফিরে এসেছিলেন সাইফউদ্দিন। কোমরের নিচে পাওয়া ব্যথা বাড়তে থাকায় বিশ্বকাপের মূল পর্বে মাত্র এক ম্যাচ খেলতে পেরেছিলেন।
টানা চার মাস মাঠের বাইরে রয়েছেন এই পেস অলরাউন্ডার। বিপিএলের পরই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার কথা থাকলেও তা দীর্ঘায়িত হচ্ছে।
রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাইফউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মঞ্জুর হোসাইন নিশ্চিত করে বলেছেন, ‘আজ রাত সাড়ে ১০টার একটি ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন সাইফউদ্দিন। সেখানে ডাক্তার দেখিয়ে আগামী ৭ তারিখ দেশে ফিরে আসবেন।’
পেসার হাসান মাহমুদের চিকিৎসার জন্য তার সঙ্গে লন্ডন গিয়েছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সাইফউদ্দিনের জন্য তিনি লন্ডনে থেকে গেছেন। একই সঙ্গে তারা দুজন দেশে ফিরবেন।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৩ ফেব্রুয়ারি