মঈন-নারাইনকে নিয়ে চট্টগ্রামের মুখোমুখি কুমিল্লা
ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – ঢাকা এসেই একদিন পর মাঠে নেমেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অলরাউন্ডার মঈন আলী। এ ছাড়া প্রথমবারের মতো খেলছেন ক্যারিবীয়ান স্পিনার সুনীল নারাইন। এ দুজনকে নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে খেলতে নেমেছে কুমিল্লা।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করছে চট্টগ্রাম।
মঈন-নারাইনের সঙ্গে কুমিল্লার একাদশে আরেক বিদেশি হলেন ফাফ ডু প্লেসিস। বাদ পড়েছেন ক্যামেরন ডেলপোর্ট ও করিম জানাত।
চার ম্যাচ খেলে কুমিল্লা জিতেছে তিন ম্যাচে। আর ৭ ম্যাচ খেলে চট্টগ্রামেরও জয় তিনটিতে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
আকবর আলী, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, নাঈম ইসলাম (অধিনায়ক), উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, চ্যাডউইক ওয়ালটন ও নাসুম আহমেদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, সুমন খান, মাহমুদুল হাসান জয়, সুনীল নারাইন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৩ ফেব্রুয়ারি