দক্ষিণ এশিয়া

শিক্ষক সংকটে আফগানিস্তান

 

কাবুল, ০৩ ফেব্রুয়ারি – ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান ক্ষমতা নেওয়ার পর অনেক মানুষ বিদেশে পালিয়ে গেছেন। ছয় মাস পার হওয়ার পর এখনো অনেকে আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছেন।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পালিয়ে যাওয়া মানুষদের মধ্যে রয়েছেন দেশটির বড় তিনটি বিশ্ববিদ্যালয়ের ২২৯ জন প্রফেসর। যারা কাবুল, হেরাত ও বালখ বিশ্ববিদ্যালয়ে পড়াতেন।

যেসব শিক্ষকরা পালিয়ে গেছেন তাদের মধ্যে বেশিরভাগই মাস্টার্স ও পিএইডি ডিগ্রিধারী ছিলেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি শিক্ষক পালিয়ে গেছেন দেশটির সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাবুল বিশ্ববিদ্যালয় থেকে। এই বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে যাওয়া শিক্ষকের সংখ্যা ১১২ জন।

বিশ্ববিদ্যালয়টির ফরাসি সাহিত্য বিভাগের সাতজন শিক্ষকের মধ্যে সবাই দেশত্যাগ করেছেন। ফলে এ বিভাগে এখন পড়ানোর মত কোনো প্রফেসর নেই।

তাছাড়া কাবুল বিশ্ববিদ্যালয়ের আরো ৫০ জন প্রফেসর চিকিৎসা, উচ্চতর ডিগ্রি অর্জনের কথা বলে বিদেশে অবস্থান করছেন।

সূত্র: যুগান্তর
এম ইউ/০৩ ফেব্রুয়ারি ২০২২

Back to top button