দক্ষিণ এশিয়া

পূর্ণ করোনা টিকার আওতায় ভারতের ১৬ রাজ্য

নয়াদিল্লি, ০৩ ফেব্রুয়ারি – ভারতের ১৬টি রাজ্যের সব বাসিন্দা করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন। আর চারটি রাজ্যের ৯৬ থেকে ৯৯ শতাংশ জনগণ নিয়েছেন টিকার পূর্ণ ডোজ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যে করোনা শনাক্তের হার কমতির দিকে রয়েছে। দেশটিতে বৃহস্পতিবার ১ লাখ ৭২ হাজার ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়।

এদিন করোনা প্রাণ কেড়ে নিয়েছে ১ হাজার ৮ জনের।

ভারতের ২৯৭টি জেলায় করোনা পজেটিভ হওয়ার হার ১০ শতাংশের বেশি। তবে ১৬৯ জেলায় এ হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে রয়েছে।

ভারতের মধ্যে কেরালা ও মিজোরামে করোনার প্রকোপ তুলনামূলকভাবে বেশি।

ভারতের রাজধানী দিল্লিতেও কমছে করোনা সংক্রমণের হার। সেখানে গত এক সপ্তাহে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৬০ শতাংশ।

বৃহস্পতিবার প্রকাশিত ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে গত এক সপ্তাহে করোনা পজেটিভ হওয়ার হার ছিল ১২ দশমিক ৯৮ শতাংশ।

ভারতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, করোনা অন্য ঢেউগুলোর চেয়ে চলতি ঢেউয়ের ক্ষেত্রে গড়ে ৪৪ বছর বয়সীদের মধ্যে কোভিড সংক্রমণ বেশি দেখা গেছে।

ভারতের শিক্ষামন্ত্রী জানান, ভারতের অন্তত ১১টি রাজ্যে স্কুল খুলে দেয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৩ ফেব্রুয়ারি ২০২২

Back to top button