এশিয়া

৫ মাস পর দেখা দিলেন কিমের স্ত্রী

পিয়ংইয়ং, ০২ ফেব্রুয়ারি – উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্ত্রী রি সোল জু প্রায় পাঁচ মাস পর জনসমক্ষে এসেছেন। বুধবার তিনি রাজধানী পিয়ংইয়ংয়ে এক অনুষ্ঠানে জনসমক্ষে আসেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে বুধবার এনডিটিভি এ খবর জানিয়েছে।

কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের মানসুদা আর্ট থিয়েটারে লুনার নিউইয়ার হলিডে উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠান দেখতে স্বামী কিমের সঙ্গে হাজির হন রি সোল জু।

এর আগে গত সেপ্টেম্বরের ৯ তারিখে তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল। তখন তারা কুমসুসেন প্যালেস পরিদর্শন করেন।

কুমসুসেন প্যালেসে কিমের বাবা ও দাদার মরদেহ শায়িত রয়েছে।

মানসুদা আর্ট থিয়েটারে উপস্থিত হওয়ার পর কিম ও তার স্ত্রী রি সোল জুকে সঙ্গীতের সুরে স্বাগত জানানো হয়। এ সময় দর্শকরা করতালি দিয়েও তাদের স্বাগত জানান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০২ ফেব্রুয়ারি ২০২২

Back to top button