চালু হলো ই-কমার্স প্রতিষ্ঠান ‘গ্যালারী শপিং মার্ট’
ঢাকা, ০১ ফেব্রুয়ারি – হাজারো প্রতিষ্ঠানের ভিড়ে ব্যতিক্রম কিছু করার প্রত্যয়ে ‘আপনার চাহিদায় আমাদের পণ্য’ স্লোগানে শুরু হলো ই-কমার্স প্রতিষ্ঠান গ্যালারী শর্পি মার্ট লিমিটেড (https://galleryshoppingmart.com)। আজ মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন গ্যালারী শপিং মার্ট-এর চেয়ারম্যান মো. সুমন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গ্যালারী শপিং মার্ট- এর ব্যবস্থাপনা পরিচালক মো. এটিএম সাইফুজ্জামান, পরিচালক সাইদুজ্জামান আরিফ, খান মো. হাসিব, জাফর ইকবাল, মো. নাজমুল শেখ ও মো. লুৎফর রহমান লিটন।
এ সময় প্রতিষ্ঠানে কর্মরত দুই প্রশাসক হামিদুর রহমান রানা ও রিজভী আহমেদ হৃদয়, ওয়েব ডেভেলপার আরাফাত হোসেন খান, গ্রাফিক্স ডিজাইনার এম.জে.আই নাঈম এবং সোশ্যাল মিডিয়া প্রেজেন্টার সোনালী উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর গ্যালারী মার্টের চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে ই-কমার্সের নামে যে নেতিবাচক প্রচারণা আছে, সেটিকে ভেঙ্গে দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করায় আমাদের লক্ষ্য। মানের বিষয়ে কোনোরকম কম্প্রোমাইজ আমরা করব না। গ্রাহকদের আনন্দদায়ক ও নিরাপদ কেনাকাটা নিশ্চিতে প্রত্যেকটি পণ্যে আমরা ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রেখেছি।’
তিনি আরও বলেন, ‘তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে মানুষ অনলাইন কেনাকাটার দিকে ঝুঁকছে। সেই কেনাকাটাকে ঝুঁকিহীন ও মানসম্মত পণ্য সরবারহের নিশ্চিয়তা দেবে গ্যালারী মার্ট। অনলাইনের মাধ্যমে গ্রাহক সর্বোচ্চ ৩০% ছাড়ে যেকোনো ইলেক্ট্রনিক্স পণ্যর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যে বিশেষ ছাড়ে পাচ্ছেন। এ ছাড়া প্রত্যেকটি পণ্য নায্য মূল্যে ক্রয় করতে পারবেন গ্রাহকরা।’
সূত্র : আমাদের সময়
এন এইচ, ০১ ফেব্রুয়ারি