ইউরোপ

ইউক্রেন সফরে যাচ্ছেন ব্রিটেন প্রধানমন্ত্রী বরিস জনসন

লন্ডন, ০১ ফেব্রুয়ারি – ইউক্রেনে সম্ভাব্য রুশ আগ্রাসন ঠেকাতে দেশটি সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ সফরে যাচ্ছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন বরিস। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনসহ উদ্ভূত পরিস্থিতি নিয়ে তারা বৈঠকে আলোচনা করবেন।

বরিসের ইউক্রেন সফর নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনকে যুক্তরাজ্য কী কৌশলগত সহায়তা দিতে পারে, তা নিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন বরিস।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন বলছে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর সক্ষমতা এই মুহূর্তে রাশিয়ার রয়েছে। তবে ইউক্রেনে সামরিক অভিযানের পরিকল্পনা নেই বলে দাবি করে আসছে রাশিয়া।

রাশিয়া যদি ইউক্রেনে সামরিক অভিযান চালায়, তাহলে তার পরিণতি বিপর্যয়কর হবে বলে সতর্ক করেছেন বরিস।

সূত্র: সমকাল
এম ইউ/০১ ফেব্রুয়ারি ২০২২

Back to top button