কারাগারে কয়েদীদের দেখার জন্য টেলিভিশন দিলেন জেলা প্রশাসক
ময়মনসিংহ, ০১ ফেব্রুয়ারি – ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে কয়েদীদের দেখার জন্য ৫ টি স্মার্ট টেলিভিশন উপহার দিয়েছেন জেলা প্রশাসক। সোমবার (৩১ জানুয়ারী) বিকালে নগরীর কেন্দ্রীয় কারাগারে গিয়ে জেলা প্রশাসক মো. এনামুল হক টেলিভিশন বুজিয়ে দেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসক প্রতি মাসে কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি কয়েদীদের বিভিন্ন অভিযোগ শুনেন এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।’
‘কয়েদীদের অনেক দিনের চাহিদা ছিল তাদের জন্য বিনোদনের ব্যবস্থা করা। এরই লক্ষে জেলখানা পরিদর্শনে গিয়ে তিনি ৫ টি স্মার্ট টেলিভিশন কয়েদীদের উপহার দেন। রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ। এরই লক্ষে বন্দীরা যেন দেশ বিদেশের খবর, বিনোদন উপভোগ করতে পারে। তাই এই ব্যবস্থা করা হয়েছে।’
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০১ ফেব্রুয়ারি