ক্রিকেট

বিপিএলে দুপুরে ঢাকার প্রতিপক্ষ কুমিল্লা

চট্টগ্রাম, ০১ ফেব্রুয়ারি – বিপিএলের ষষ্ঠ আসরের আজকে রয়েছে দুটি ম্যাচ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে মাহমুদুল্লাহর মিনিস্টার ঢাকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। একই মাঠে বিকেল সাড়ে ৫টায় সাকিব আল হাসানের ফরচুন বরিশালের মোকাবিলা করবে মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এদিকে, জয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ইমরুল কায়েসের কুমিল্লা। এই পর্যন্ত খেলা তিনটি ম্যাচের মধ্যে জয়ের ধারা বজায় রেখেছে তারা। নামে ভারে যেমন, আসরে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল দুবারের চ্যাম্পিয়নরা। বিপিএলে ফিরে টি-টোয়েন্টি সংস্করণেও নিজেকে ফিরে পেয়েছেন ওপেনার লিটন দাস। সঙ্গে ফাফ ডু প্লেসিও তার চেনা ছন্দ খুঁজে পেয়েছেন। তাই আশা করাই যায় চট্টলায় আরও একটা জয়ের অপেক্ষায় দল।

একই সঙ্গে বোলিং বিভাগেও প্রমাণ দিয়ে যাচ্ছে কুমিল্লার বোলাররা। মোস্তাফিজের সঙ্গে শহিদুলও নিয়ন্ত্রিত বোলিং করছেন। স্পিনে তানভীর আর নাহিদুলরা কার্যকরী ভূমিকা রাখছেন।

অন্যদিকে, মিরপুরে বাজে সময় কাটানো মাহমুদউল্লাহ বাহিনী চট্টগ্রামে থাকতে চায় জয়ের ধারায়। যদিও বিপিএলের শুরু থেকেই ভুগছে মিনিস্টার ঢাকা। চার ম্যাচে মাত্র একটি জয় নিয়ে চট্টগ্রামে গেছে ঢাকা।

তবে সাগরিকায় দারুণ ছন্দ খুঁজে পেয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। সমালোচনায় জর্জরিত তামিম ইকবাল হোম ভেন্যুতে দেখিয়েছেন নিজের ক্লাস। দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়ে দলকে ফিরিয়েছেন জয়ে। তাছাড়া দলের বাকিরাও ভূমিকা রাখছেন। সাগরিকায় আরো একটা জয়ের খোঁজেই মাঠে নামবে দল।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০১ ফেব্রুয়ারি

Back to top button