উর্বশীর পোশাকের দাম শুনে চমকে গেল সবাই!
মুম্বাই, ০১ ফেব্রুয়ারি – বলিউডের নামকরা মডেল উর্বশী রাউতেলা। যদিও অভিনয়ে তিনি এখনও ততটা জনপ্রিয় হননি। কিন্তু ফ্যাশন জগতে তার আলাদা একটা সুনাম আছে। দেশীয় মাধ্যম পার করেছেন বহু আগেই। তার মডেলিং নিয়ে পৌঁছে গেছেন আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনে। এর আগেও একাধিক অনুষ্ঠানে তিনি মডেলিং করেছেন। তবে এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে সব চেয়ে কম বয়সে তিনি ‘মিস ওয়ার্ল্ডের বিচারক হয়েছেন। এরপর থেকে সবাই চমকে গিয়েছেন তার বিচক্ষণতা দেখে। সম্প্রতি দুবাইয়ের আরব ফ্যাশন উইকে অংশ নিয়েও ফের একবার চমকে দিলেন সবাইকে।
যদিও ২০২০ সালে প্রথম ভারতীয় মডেল হিসেবে উর্বশী আরব ফ্যাশন উইকে এ নিয়ে দুইবার অংশ নিলেন। কিন্তু এর চেয়ে চমকে যাওয়া খবর হচ্ছে তার শরীরে থাকা পোশাকটি নিয়ে। সোনালি রঙের এই পোশাকের দাম শুনে চমকে গেছেন তার ভক্তরা। সেই সঙ্গে অনেক বড় বড় ফ্যাশন হাউজেরও নজর কেড়েছে।
উর্বশীর এই পোশাকের দাম ৪০ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় ৪৫ কোটির বেশি! এই পোশাকে হাই থাই স্লিট গাউনটিতে রয়েছে স্বর্ণ ও হীরার মিশ্রণ। এটির ডিজাইন করেছেন ফেরনে ওয়ান আমান্তল। তিনি এর আগে বিশ্বজয়ী গায়িকা জেনিফার লোপেজের পোশাকও ডিজাইন করেছিলেন।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ফটোশুট নিয়ে পোস্টও করেছেন উর্বশী। এতে ক্লিওপেট্রা সাজে দেখা গেছে তাকে। পাতলা সিফন পোশাকের ওপর সোনার কাজ এই অভিনেত্রীকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর। ‘সিং সাব দ্য গ্রেট’, ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ভার্জিন ভানুপ্রিয়া’।
প্রসঙ্গত, উর্বশী রাউতেলা মিস ইউনিভার্স ইন্ডিয়া হয়েছিলেন ২০১৫ সালে। তার প্রথম সিনেমা ‘সিং সাব দ্য গ্রেট’ এ অভিনয় করে আলোচনায় না আসলেও পরিচিতি লাভ করেন ২০১৬ সালের ‘সানাম রে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। তবে অভিনয়ের চেয়ে তিনি এখন ফ্যাশন জগতে নিয়েই ব্যস্ত রয়েছেন। মডেলিংয়ের পাশপাশি তিনি টুকটাক অভিনয় করেছেন।
এন এইচ, ০১ ফেব্রুয়ারি