ক্রিকেট

দলের বোলিংয়ে উচ্ছ্বসিত সাকিবের কণ্ঠে ব্যাটিং নিয়ে অসহায়ত্ব

চট্টগ্রাম, ০১ ফেব্রুয়ারি – ক্রিস গেইল কখনো পাঁচে, কখনো ওপেনিংয়ে। তিনের সাকিব আল হাসান কখনো সাতে আবার কখনো চারে। ওপেনিংয়ে নেমেছেন জ্যাক লিনটট-ডোয়াইন ব্রাভোও। ফরচুন বরিশালকে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচে ব্যাটিং অর্ডারে এমন ওলট-পালট করতে দেখা গেছে। তবুও সাফল্য দেয়নি ধরা। শুরুর দিকে উইকেট হারিয়ে ধুঁকছে দলটি। কখনো ত্রাণকর্তা হয়েছেন গেইল, কখনো সাকিব নিজেই।

ব্যাটিংয়ে বরিশাল যতটা ছন্নছাড়া, বোলিংয়ে ততটা পরিপাটি। বোলিংয়ে লাইনআপে আছেন আফগান রহস্যময়ী স্পিনার মুজিব উর রহমান। সঙ্গেতো সাকিব নিজেই আছেন। দুজনের যাদুকরী বোলিংয়ে আজ খুলনা টাইগার্সকে ৬ রানে হারিয়েছে বরিশাল। সাকিব-মুজিব ৮ ওভারে দিয়েছেন মাত্র ২৩ রান! সাকিব ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। মুজিব ১৩ রান দিলেও উইকেট পাননি।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে ম্যাচ শেষের বোলিং-ব্যাটিং নিয়ে দুই রকম প্রতিক্রিয়া দিয়েছেন সাকিব। বরিশালের অধিনায়ক বোলিং নিয়ে উচ্ছ্বসিত হলেও ব্যাটিং নিয়ে তার কণ্ঠে ফুটে উঠেছে অসহায়ত্ব।

বোলিং নিয়ে সাকিব বলেন, ‘আজ প্রথম দিন যেখানে শিশির ছিল। এ কারণে আমাদের স্পিনারদের সামনে থেকে বোলিং করতে হয়েছে। মুজিব একজন বিশ্বমানের বোলার আর ব্রাভো ডেথ ওভারে পরীক্ষিত। সে বহু বছর ধরে পারফর্ম করে আসছে। আমাদের দুর্দান্ত বোলিং বিভাগ আছে।’

বরিশাল ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জিতেছে। জয়ী ম্যাচগুলোতে বোলাররাই বেশি অবদান রেখেছেন। আগে ব্যাটিং করে সর্বোচ্চ ১৪৫ রান করেছে আজ খুলনার বিপক্ষে। তাদের বিপক্ষেই এর আগে ১৪১ রান করেছিল সাকিবরা। দুটি ম্যাচই অবশ্য জিতেছে তারা। এ ছাড়া চট্টগ্রামের ১২৫ রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯ ওভারে জয়ে দেখা পেয়েছে দলটি। হেরে যাওয়া দুটি ম্যাচের মধ্যে, কুমিল্লার দেওয়া ১৫৮ রান তাড়া করতে পারেনি, আর ঢাকার বিপক্ষে আগে ব্যাটিং করে ১২৯ রানের বেশি করতে পারেননি সাকিবরা। হারতে হয়েছে ৪ উইকেটে।

বোলিং নিয়ে উচ্ছ্বসিত হলেও ব্যাটিং নিয়ে ঠিক তার উলটোটা বলেছেন সাকিব। ‘আমাদের উদ্বেগ পাওয়ার প্লের ব্যাটিং নিয়ে। আমরা এখনো আমাদের সঠিক কম্বিনেশন খুঁজছি। এটা (ব্যাটিং অর্ডারে ওঠা-নামা) অবশ্য ভালো কিছু না। কিন্তু আমরা অসহায়। ড্রেসিং রুমে আমাদের শান্ত থাকতে হবে এবং সবাইকে নিজের দায়িত্ব পালন করতে হবে।’

বিপদের মুহুর্তে নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়েন সাকিব। দুজনে ৫৯ বলে ৭৯ রান করেন। ২৭ বলে ২ চার ৩ ছয়ে বিশ্বসেরা অলরাউন্ডার ৪১ রান করে আউট হন। শান্ত করেন সর্বোচ্চ ৪৫ রান। ব্যাটিং-বোলিংয়ে দারুণ পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন সাকিব।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০১ ফেব্রুয়ারি

Back to top button