ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে আরিফুলের ১০০, বাকি সবাই মিলে ৭৫

অ্যান্টিগা, ০১ ফেব্রুয়ারি – যুব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে না পারলেও বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে যায়নি। সুপার লিগ প্লে-অফ সেমিফাইনালে অ্যান্টিগায় আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে দুর্বল চিত্র আজও ফুটে উঠেছে প্রবলভাবে। টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা স্রেফ হতাশ করেছেন। তবে দেয়াল হয়ে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছেন আরিফুল ইসলাম। ডানহাতি ব্যাটসম্যান পেয়েছেন সেঞ্চুরি। বাকিরা সবাই মিলে করেছেন ৭৫। সব মিলিয়ে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের স্কোরবোর্ডে পুঁজি মাত্র ১৭৫ রান।

১১৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ১০০ রানের ইনিংসটি খেলেন আরিফুল। তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার ইফতেখার হোসেন। এছাড়া মেহরব হোসেন করেন ১৪ রান। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। হতাশ করেছেন নাবিল (১), আইচ মোল্লা (৪), ফাহিমের (৫) মতো প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যানরা।

পাওয়ার প্লে’তে ভারতের বিপক্ষে মাত্র ২০ রান করেছিল বাংলাদেশ। আজ করে ১৭ রান। অথচ বাকি দলগুলো এই সার্কেল সুবিধা কাজে লাগিয়ে দ্রুত রান তোলে। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে আরিফুল থিতু হয়ে ছিলেন ২২ গজে। ৫০ রান পেতে বল খেলেন ৮২টি। সাদাকাতকে লং অন দিয়ে ছক্কা উড়িয়ে তুলে নেন ফিফটি।

ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছেছেন পরের ৩৬ বলে। হঠাৎ তার সেঞ্চুরির সম্ভাবনা দেখা দেয়। ৪৬তম ওভারে বোলিং করতে আসেন মিডিয়াম পেসার আইয়াস আলী। তখন ৭৪ রানে ব্যাটিং করছিলেন আরিফুল। পাকিস্তানের পেসারকে তিন ছক্কা উড়ান ওই ওভারে। প্রথম দুইটি মিড উইকেট দিয়ে। পরেরটি স্কয়ার লেগে। এক লাফে তার রান চলে যায় ৯২-এ। এরপর সিঙ্গেল ও ডাবলসে পৌঁছে যান সেঞ্চুরিতে।

পাকিস্তানের হয়ে বল হাতে ৩টি করে উইকেট নেন আইয়াস আলী ও মেহরান মুমতাজ। ১টি করে উইকেট পেয়েছেন জিসান জামির ও আহমেদ খান।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০১ ফেব্রুয়ারি

Back to top button