দক্ষিণ এশিয়া

ভারতীয় মন্ত্রী রাম ভিলাস আর নেই

নয়াদিল্লি, ০৯ অক্টোবর- ভারতের ভোক্তা অধিকার, খাদ্য ও বিতরণ বিষয়ক মন্ত্রী রাম ভিলাস পাসওয়ান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বৃহস্পতিবার রাজধানী দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী রাম ভিলাস পাসওয়ানের ছেলে চিরাগ টুইট বার্তায় তার বাবা মারা গেছেন বলে জানিয়েছেন।
এর আগে, গত শনিবার চিরাগ পাসওয়ান জানিয়েছিলেন, রাম ভিলাস হাসপাতালে চিকিৎসা চলছিল এমন সময় হার্ট অ্যাটাক করলে পরিস্থিতি খারাপের দিকে যায়। দ্রুত তার অস্ত্রোপচার করতে হয়। এরপর আর তার অবস্থার উন্নতি হয়নি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

আর/০৮:১৪/০৯ অক্টোবর

Back to top button