নতুন নিয়োগকে কন্ডিশনাল বললেন শিক্ষা উপমন্ত্রী
ঢাকা, ৩১ জানুয়ারি – শিক্ষা উপমন্ত্রী মহিবুল হোসেন চৌধুরী বলেছেন, ৩৪ হাজার শিক্ষকের নিয়োগটি একটি কন্ডিশনাল নিয়োগ। আমরা স্থায়ী নিয়োগ দিচ্ছিনা। কারণ জ্বালাও-পোড়াও করে কেউ শিক্ষক হতে পারবেন না।
সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয়। এসময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেকের বিরুদ্ধে অভিযোগ এসেছে। এ কারণেই আমরা প্রথমবারের মত ভেরিফিকেশনের উদ্যোগ নিয়েছি। পুলিশ ভেরিফিকেশনে কারও রিপোর্ট খারাপ আসলে তাকে শিক্ষকতা পেশায় রাখা হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির মধ্যে সকল কার্যক্রম বিপর্যয়ের মধ্যে থাকলেও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত ছিল। সেই সুবাদে আজকে সারা দেশে একসঙ্গে সরকারি-বেসরকারি ৩৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে।
তিনি বলেন, বেসরকারি স্কুলের শিক্ষক নিয়োগ দিতে অনেক চড়াই-উতরাই সহ আইনি জটিলতা পেরিয়ে একসঙ্গে ৩৪ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগ পর সকল শিক্ষকের দক্ষতা ও যোগ্যতা অর্জনে সেই মানসিকতা তৈরীর আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর সিদ্দীক, মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩১ জানুয়ারি