দক্ষিণ আমেরিকা
বলিভিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১১
সুক্রে, ৩১ জানুয়ারি – বলিভিয়ায় একটি বাস চার’শ মিটার নিচের গিরিখাতে পড়ে গেলে অন্তত ১১ প্রাণ হারায়। বাসটিতে ঠিক কতোজন যাত্রী ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার দেশটির মধ্য কোচাম্বার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক বিভাগের প্রধান রেনসো এলউইস মার্কাডো জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
তিনি আরো জানান, দুর্ঘটনা থেকে যারা বেঁচে গেছে তাদের মধ্যে চালকও রয়েছে।
বলিভিয়ার জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট বলছে, দেশটিতে ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় এক হাজার ৯৬ জন নিহত হয়েছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩১ জানুয়ারি