আইন-আদালত

দুর্নীতির মামলা বাতিল চেয়ে হাইকোর্টে ওসি প্রদীপ

ঢাকা, ৩০ জানুয়ারি – অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন এবং ওই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ। রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। ওসি প্রদীপ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলারও অন্যতম আসামি।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৩ আগস্ট ওসি প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। এরপর গত বছরের ২৬ জুলাই তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। সবশেষ গত বছরের ডিসেম্বরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত প্রদীপের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এরই ধারাবাহিকতায় গতকাল ওসি প্রদীপ ওই অভিযোগ গঠনের আদেশ এবং মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদনটি দায়ের করেন।

সূত্র: সমকাল
এম ইউ/৩০ জানুয়ারি ২০২২

Back to top button