মিরাজ থাকছেন চট্টগ্রামেই!
চট্টগ্রাম, ৩০ জানুয়ারি – মেহেদি হাসান মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম। তবে মিরাজের অভিযোগের তীর এই ইয়াসির আলমের বিরুদ্বে।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপ কালে মিরাজ জানান, ‘ইয়াসির যদি দলে থাকে আমি খেলবো না। আপনি প্রয়োজনে কোচকে ফোন দেন, কোচের সাথে আমার আজকে ৩০ মিনিট কথা হয়েছে। কোচ আমাকে বলেছে ইয়াসিরের পুরো বিবৃতি মিথ্যা। সবচেয়ে বড় কালপ্রিট তো সে। মালিকপক্ষকে কেবল ব্যবহার করা হচ্ছে। উনাকে যেভাবে বলা হচ্ছে উনি সেভাবে করছে।’
তবে ইয়াসির জানিয়েছেন, ‘মিরাজের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। সে চট্টগ্রামেই থাকছে।’ ইয়াসির নিজে কি দায়িত্বে থাকছেন? এই প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি। শুধু জানিয়েছেন, ‘ভুল বোঝাবুঝির সমাধান হয়েছে। আপনাদের আমরা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবো।’
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩০ জানুয়ারি