ঢাকা

মরতে তরুণীর উড়ালসড়ক থেকে লাফ, ৯৯৯–এ ফোন

ঢাকা, ০১ নভেম্বর- গত শুক্রবার রাতে বিশ বছর বয়সী এক তরুণী মেয়র হানিফ উড়ালসড়ক থেকে লাফ দিয়েছেন। ঘটনা দেখে একজন রিকশাচালক ফোন করে ৯৯৯–এ। পরে তরুণীকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়ার পর তার ভাড়া বাসায় পৌঁছে দেয়।

রাজধানীর যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, গত পরসু টহলরত অবস্থায় হঠাৎ তাদের দলটিকে জানানো হয়, এক তরুণী উড়ালসড়কের সায়েদাবাদ অংশে পড়ে আছেন। তারা আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তার চিকিৎসার পর ছেড়ে দেন ঢামেক চিকিৎসকেরা।

পুলিশ বলছে, তরুণীর কথাবার্তা ছিল অসংলগ্ন। তিনি কিছুতেই তার মা–বাবার ঠিকানা দেননি। বরিশাল থেকে কাজের সন্ধানে ঢাকায় এসেছিলেন।অভিভাবক আর তাকে চায় না বলেও অনুযোগের সুরে পুলিশকে জানান তিনি। তবে যে বাসায় তরুণী ভাড়া থাকেন, সেখানকার তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলে তার খোঁজখবর রাখছে পুলিশ।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০১ নভেম্বর

Back to top button