শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ৩৪০০ ফ্লাইট বাতিল
ওয়াশিংটন, ৩০ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় কয়েকটি এলাকায় তুষারপাত ও প্রবল শীতকালীন ঝড়ে নাকাল হয়ে পড়েছে জনজীবন। নিউইয়র্ক, নিউ জার্সি ও বোস্টনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
শনিবার দেশটির রাজ্যগুলিতে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকারের সতর্কতা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভেতরে বা বাইরে শনিবারের মধ্যে প্রায় ৩,৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার মোট ১,৪৫০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়।
দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা (এনডাব্লিউএস) এই পরিস্থিতিতে ‘ভ্রমণ প্রায় অসম্ভব’ বলে সতর্ক করেছে।
এক টুইটার বার্তায় নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানান, এক ফুট (৩০ সেন্টিমিটার) তুষারপাতের পূর্বাভাস দেয়ায় পরিস্থিতি মোকাবেলায় সল্ট মেশিন ও স্নোপ্লো প্রস্তুত ছিল।
এক বিবৃতিতে জনগণকে নিরাপদে বাড়িতে অবস্থান ও যে কোনো অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল।
দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা পূর্বাঞ্চল জানিয়েছে, পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দ্রুত তাপমাত্রা কমিয়ে ঝড়টি তীব্রতর হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩০ জানুয়ারি