ঢালিউড

আপিলের পরও স্বপদে বিজয়ী জায়েদ

ঢাকা, ৩০ জানুয়ারি – বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রাপ্ত নিজের ভোট পুনরায় গণনার জন্য আপিল করেছিলেন পরাজিত প্রার্থী নিপুণ। আপিল বিভাগ শনিবার বিকেলে আবারও যাচাই করেছে সাধারণ সম্পাদকের ভোট।

যাচাইয়ের পর ঘোষণাকৃত ফল জারি রেখেছেন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান।

তিনি বলেন, ‘নিপুণের আপিল মোতাবেক বাতিল হওয়া ভোটগুলো আমরা যাচাই করেছি। সে সময় ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান ও নিপুণ উপস্থিত ছিলেন। তাদের সামনে সব যাচাই করে ঘোষণাকৃত ফল জারি রাখা হয়েছে এবং নিপুণকে সিদ্ধান্তের সার্টিফাইড কপি দিয়ে দেয়া হয়েছে।’

শুক্রবার ভোটের লড়াইয়ে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন নিপুণ আক্তার। জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট; নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট বাতিল হয়। এ ভোটগুলো যাচাইয়ের জন্যই আপিল করেন নিপুণ।

এ প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় এফডিসিতে জায়েদ খান বলেন, ‘এটা প্রার্থী চাইলে করতে পারে। ভোট গোনার সময় নিপুণের প্যানেলের চারজন সেখানে উপস্থিত ছিলেন। তার স্বাক্ষর করার পর ফল প্রকাশ হয়েছে। নিপুণ তো এক-দুই ভোটে হারেনি, ব্যবধান অনেক।’

এন এইচ, ৩০ জানুয়ারি

Back to top button