ক্রিকেট

সিলেটের বিপক্ষে মিরাজের চট্রগ্রামের ব্যাটিং ঝড়

চট্টগ্রাম, ২৯ জানুয়ারি – বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অষ্টম আসরের ১২তম ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উদ্বোধনী জুটিতে মাত্র ৪.৪ ওভারে ৬১ রান করে ফেলে মিরাজের দল।

চলতি আসরের দ্রুততম এবং সবমিলিয়ে বিপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে ১৯ বলে ৫২ রান করেছেন জ্যাকস। শেষ দিকে বেনি হাওয়েল খেলেন ২১ বলে ৪১ রানের ইনিংস। এছাড়া ফিনিশিংয়ে দায়িত্বে নেমে দুই ছয়ের মারে ৪ বলে ১৩ রান করেছেন অধিনায়কত্বের ‘চাপমুক্ত’ মেহেদি হাসান মিরাজ। সিলেটের জয়ের জন্য প্রয়োজন ২০৩ রান।

বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের প্রথম ছয়টিই হয়েছে এই স্টেডিয়ামে। সবমিলিয়ে আজকের আগে ১১ বার দুইশ ছাড়ানো দলীয় সংগ্রহ উপহার দিয়েছে সাগরিকার এই স্টেডিয়াম। সেটিকে এবার ১২-তে উন্নীত করলো স্বাগতিক দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৯ জানুয়ারি

Back to top button