পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে হাসপাতালে আগুন, প্রাণ গেল করোনা রোগীর

কলকাতা, ২৯ জানুয়ারি – পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় এক করোনা রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম সন্ধ্যা মণ্ডল (৬০)। তিনি পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্র জানায়, এক করোনা রোগীর আত্মীয় প্রথমে আগুন দেখতে পান। পরে তিনি বাকিদের ঘুম ভাঙান। আগুন লাগার পর হাসপাতালের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা।

বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রবীর সেনগুপ্ত বলেন, এই ঘটনা খুবই দুঃখজনক। আগুন লাগার কারণ জানতে খুব শীঘ্রই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৯ জানুয়ারি

Back to top button